বাসস : ১৩ ডিসেম্বর ২০২১, সোমবার, ২১:০৭:১৯
করোনা ভ্যাকসিন বিষয়ে সংশয়ে থাকা বায়ার্ন মিডফিল্ডার জসুয়া কিমিচ শেষ পর্যন্ত নিজের অনড় অবস্থান থেকে সরে এসেছেন।
সম্প্রতি কোভিড-১৯ আক্রান্ত হওয়া এই মিডফিল্ডারের ফুসফুসে সামান্য জটিলতা দেখা দিলে ভ্যাক্সিন নেবার ব্যাপারে আগ্রহ দেখান। রোববার জার্মান টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে কিমিচ বলেছেন, এখন তিনি ভ্যাক্সিনেটেড।
করোনায় আক্রান্ত হলেও এই বয়সে ঝুঁকি কম বলে ২৬ বছর বয়সী কিমিচ আগে মন্তব্য করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে একটু জটিল পরিস্থিতিতেই পড়তে হলো কিমিচকে।
গত মাসের শেষ দিকে করোনায় আক্রান্ত হওয়ার পর ফুসফুসে কিছু হালকা জটিলতা দেখা দেয় বায়ার্নের রাইটব্যাক থেকে মিডফিল্ডার বনে যাওয়া কিমিচের, যে কারণে এই বছরে আর মাঠে নামা হচ্ছে না তার। এমন পরিস্থিতিতে পড়ার পর কিমিচের ভুল ভেঙেছে।
Rent for add