কোয়ার্টার ফাইনালে চ্যানেল ২৪ ও ৭১ টিভি

প্রাণ-ডিআরইউ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে চ্যানেল ২৪ ও ৭১ টিভি। এছাড়া চতুর্থ দিনে জয় পেয়েছে বৈশাখী টিভি, চ্যানেল আই, প্রথম আলো, বিজনেস স্ট্যান্ডার্ড, ইনকিলাব ও বিটিভি।

আজ বুধবার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে চ্যানেল ২৪ টাইব্রেকারে ১-০ গোলে এটিএন নিউজকে হারিয়ে প্রথম দল হিসেবে হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের সাদমান সাকিব।
দ্বিতীয় ম্যাচে চ্যানেল আই ১০-০ গোলের বিশাল ব্যবধানে আজকালের খবরকে পরাজিত করেছে। দলের হয়ে একাই ৮ গোল করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন চ্যানেল আই’র রাহুল রায়।

তৃতীয় ম্যাচে প্রথম আলো ১-০ গোলে বাংলাভিশনকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের রিয়াদুল করিম। চতুর্থ ম্যাচে রাইজিং বিডিকে ১-০ গোলে হারিয়েছে ইনকিলাব। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের ফারুক হোসাইন। পঞ্চম ম্যাচে বিটিভি টাইব্রেকারে ৪-৩ গোলে নিউ এইজকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের আরেফিন মাসুদ। ষষ্ঠ ম্যাচে ৭১ টিভি ৪-০ গোলের ব্যবধানে এটিএন বাংলাকে পরাজিত করেছে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের হাবিবুর রহমান।

দিনের অন্য দুই ম্যাচে প্রতিপক্ষ দল সময়মত মাঠে না আসায় বৈশাখী টিভি ও বিজনেস স্ট্যান্ডার্ড ওয়াক ওভার লাভ করে।

২৫ নভেম্বর যেসব ম্যাচ অনুষ্ঠিত হবে
সময় দল ও প্রতিপক্ষ গ্রুপ
সকাল ৯:৩০টা ডেইলি সান বনাম বিজনেস স্ট্যান্ডার্ড ই
সকাল ১০:০০টা জাগোনিউজ বনাম চ্যানেল আই এইচ
বেলা ১০:৩০টা জিটিভি বনাম বৈশাখী টিভি এ
বেলা ১১:০০টা আরটিভি বনাম প্রথম আলো এফ
বেলা ১১:৩০টা মানবজমিন বনাম ইনকিলাব বি
দুপুর ১২:০০টা বিটিভি বনাম ঢাকা পোস্ট ডি

Rent for add

সর্বশেষ নিউজ

for rent