কোয়ারেন্টাইনে যেতে হচ্ছে কিমিচকে

ভ্যাকসিন না নেয়ায় বায়ার্ন মিউনিখের তারকা জসুয়া কিমিচকে কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জার্মান ফেডারেশন নিশ্চিত করেছে। জার্মান জাতীয় ফুটবল দলের এক খেলোয়াড় করোনা পজিটিভ হওয়ায় কিমিচসহ আরো চার খেলোয়াড়কে কোয়েরান্টাইনের নির্দেশ দেয়া হয়েছে।

ফেডারেশনের পক্ষ থেকে আরো জানানো হয়েছে করোনা পজিটিভ হওয়া নিকলাস সুয়েলের দুই ডোজ ভ্যাকসিন সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তার শরীরে কোন উপসর্গ নেই। কিন্তু তার ঘনিষ্ঠ সংষ্পর্শে আসায় বায়ার্ন সতীর্থ কিমিচ, সার্জি গ্যানাব্রি ও জামাল মুসিয়ালা এবং আরবি সালববার্গের কারিম আডেইয়েমিকে আইসোলেশনে রাখা হয়েছে। যদিও তাদের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। এ সম্পর্কে ফেডারেশনের প্রধান পরিচালক বিয়েরহফ বলেছেন, ‘বিশ্বকাপ বাছাইপর্বে শেষ রাউন্ডের আগে এমন খবর আমাদের সত্যিই হতাশ করেছে।’

জার্মানীতে সম্প্রতি নতুনভাবে অনেকেই আক্রান্ত হচ্ছেন। গত সাতদিনে আক্রান্তের রেকর্ড পূর্বের যেকোন সময়কে ছাড়িয়ে গেছে। ব্যক্তিগত কারণে গত মাসে ভ্যাকসিন নেননি কিমিচ। ফলে তাকে নিয়ে বেশ দু:শ্চিন্তার মধ্যে রয়েছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি।

যদিও জার্মানীর শীর্ষ দুই লিগে খেলোয়াড় ও ব্যাকরুম স্টাফদের ৯০ শতাংশ পূর্ণাঙ্গ ভ্যাকসিনের আওতায় এসেছেন।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent