এবার ‘ফোর নেশন্স কাপ’ মিশনে জামাল ভূঁইয়ারা

মালদ্বীপে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের পর এবার শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ‘ফোর নেশন্স কাপ ২০২১’ অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন কলম্বোয়।

জাতীয় দল দু ভাগে বিভক্ত হয়ে লঙ্কায় পৌঁছায়। ৪ নভেম্বর প্রথম গ্রুপ সর্বমোট ১২ জন অর্থাৎ ৭ জন খেলোয়াড় ও ৫ জন টিম অফিসিয়াল কলম্বো পৌঁছানোর পর দ্বিতীয় গ্রুপে ৫ নভেম্বর ২৩ জন সদস্যের ১৬ জন খেলোয়াড় ও ৭ জন টিম অফিসিয়াল শ্রীলঙ্কায় পৌঁছান।

বর্তমানে বাংলাদেশ জাতীয় ফুটবল দল সর্বমোট ২৩ জন খেলোয়াড় ও ১২ জন অফিসিয়াল কলম্বো অবস্থান করছেন। খেলোয়াড় ও অফিসিয়াল সবাই সুস্থ আছেন। বাংলাদেশ জাতীয় ফুটবল দল কলম্বোর গালাদারি হোটেলে অবস্থান করছে।

শ্রীলঙ্কায় অবস্থানকালে বাংলাদেশ জাতীয় ফুটবল দল কোভিড স্যাম্পল দিয়েছে। জাতীয় ফুটবল দলের প্রথম প্র্যাকটিস সেশন আজ শনিবার বিকেলে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য শ্রীলঙ্কার আমন্ত্রণমূলক এ টুর্নামেন্ট আগামী ৮-১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী ৮ নভেম্বর প্রথম ম্যাচে সিশেলসের মুখোমুখি হবে বাংলাদেশ। ১১ ও ১৪ নভেম্বর যথাক্রমে মালদ্বীপ ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent