বাসস : ১ নভেম্বর ২০২১, সোমবার, ১:৩৭:০৮
বার্সেলোনার হয়ে শনিবার খেলতে নেমে শ্বাসকষ্টে ভোগায় হাসপাতালে ভর্তি করা হয়েছে সার্জিও এগুয়েরোকে। ম্যাচে আলাভেসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে কোম্যান পরবর্তী কাতালান জায়ান্টরা।
ক্যাম্প ন্যুয়ে অনুষ্ঠিত লা লিগার ম্যাচে ৪১ মিনিটে বুকে চেপে ধরে মাঠে লুটিয়ে পড়েন ৩৩ বছর বয়সী আর্জেন্টাইন তারকা। বাধ্য হয়েই মাঠ ছাড়তে হয় তাকে। তবে তার মূল সমস্যা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা হয়নি।
মাঠেই কয়েক মিনিট ধরে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় ম্যাচেস্টার সিটি ছেড়ে আসা এই তারকাকে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বার্সেলোনা বিষয়টি নিশ্চিত করে জানায়, ‘এগুয়েরো শ্বাসকষ্ট বোধ করছিলেন। কার্ডিয়াক পরীক্ষা করানোর জন্য তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’
বার্সার অন্তবর্তীকালীন কোচ সার্জি বারজুয়ান বলেন, ‘আমার প্রশ্নের জবাবে সে শুধু বলেছে মাথা ঘুরছে। এরপর তাকে হাসপাতালে পাঠানো হয়।’
ম্যাচের ৪৯ মিনিটে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন মেমফিস ডিপে। কিন্তু ৫২ মিনিটে আলাভেসের হয়ে গোলটি পরিশোধ করেন লুইস রিওজা।
Rent for add