নিজস্ব প্রতিবেদক : ২৮ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার, ১৫:০৫:৩২
উজবেকিস্তান থেকে ফিরছে নারী ফুটবল দল। সেখানে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের দুটি ও একটি প্রীতি ম্যাচ খেলেছেন সাবিনারা।
এশিয়ান কাপ বাছাইয়ের দুই ম্যাচে বাংলাদেশ ৫-০ গোলে হেরেছে জর্ডান ও ইরানের বিপক্ষে। তবে প্রীতি ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৫-০ ব্যবধানে জিতেছে লাল-সবুজ জার্সিধারীরা।
হংকংয়ের বিপক্ষে পাঁচ গোলের চারটিই করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। অন্যটি করেছেন তহুরা খাতুন। গোল উৎসব শুরু করেছিলেন তহুরা ১৮ মিনিটে। বাকি সময় সাবিনা যেন ম্যাচটাকে নিজের করে নেন। বিরতিতে যাওয়ার আগে গোল করে ব্যবধান দ্বিগুন করেন সাবিনা।
দ্বিতীয়ার্ধে ৩ গোল করে নিজের নামের সুবিচার করেছেন গোলমেশিনখ্যাত সাতক্ষীরার এই কন্যা। তিনি চারটি গোল করেছেন ৪৩, ৫৩, ৫৭ ও ৮৫ মিনিটে।
Rent for add