স্পোর্টস ডেস্ক : ২৭ সেপ্টেম্বর ২০২১, সোমবার, ১৩:০৩:৪৯
৩৪ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবলসহ সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা করলেন ফ্রান্স এবং ম্যানসিটি মিডফিল্ডার সমীর নাসরি। ২০০৪ সালে শুরু হয়েছিল তার ফুটবলের ক্যারিয়ার। উল্লেখ্য, ২০১৮ সালে তাকে ১৮ মাসের নিষেধাজ্ঞা কাটাতে হয়েছিল ডোপিংয়ের সঙ্গে জড়িয়ে যাওয়ার কারণে। এরপর থেকেই তার ফুটবলের প্রতি দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যায়।
পরে নাসরি জানিয়েছিলেন, ‘জ্বর হওয়ার কারণে সেই সময় আমি ভিটামিন ইনজেকশন নিয়েছিলাম।’ সেখান থেকে এ রকম একটি ঘটনায় জড়িয়ে পড়বেন, তা হয়তো আশা করেননি আর্সেনাল,ম্যানচেস্টার সিটির হয়ে খেলা এই তারকা মিডফিল্ডার। গত মৌসুমে অ্যান্ডারলেখটের হয়ে খুব একটা বেশি ম্যাচ খেলেননি। কয়েকটি ম্যাচ খেলার পরেই যে তার ক্যারিয়ার অন্তিমলগ্নে এসে দাঁড়িয়েছিল, এমনটাই জানিয়েছে ফরাসি সংবাদপত্র লে জার্নাল।
উল্লেখ্য, ফ্রান্সের হয়ে তিনি ৬ বছর খেলেছেন। ২০০৭ সালে ফ্রান্সের জার্সিতে অভিষেক হয় নাসরির। দেশের হয়ে শেষ ম্যাচটি তিনি খেলেন ২০১৩ সালে। জাতীয় দলের হয়ে তিনি মোট ৪১টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৫টি।
তবে যতটা না ফ্রান্সের ফুটবলার, তার চেয়েও বেশি পরিচিতি নাসরি পেয়েছিলেন ম্যানচেস্টার সিটির খেলোয়াড় হিসেবে। সিটির জার্সিতে তিনি খেলেছিলেন ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত। তার আগে ২০০৮ থেকে তিন বছর ছিলেন আর্সেনালে।
এর আগে ২০০৪ সালে অলিম্পিক মার্শেইর হয়ে পেশাদার ক্লাব ক্যারিয়ার শুরু করেন নাসরি। চার বছর পর তিনি নাম লেখান আর্সেনালে। উত্তর লন্ডনের ক্লাবটিতে তিন বছর খেলার পর তিনি যোগ দেন ম্যানচেস্টার সিটিতে। সেখান থেকে এক বছর লোনে খেলেন সেভিয়াতে।
নাসরির পতনের সেই শুরু। ২০১৭-১৮ সালে তুরস্কের ক্লাব আন্টালিয়াস্পরের হয়ে কয়েকটি ম্যাচ খেলেছিলেন। ওই ক্লাবে থাকাকালীনই ১৮ মাসের নিষেধাজ্ঞা কাটিয়েছিলেন তিনি। ২০১৯ সালে ইংলিশ ফুটবলে ফিরে আসেন এই মিডফিল্ডার। এবার তার ঠিকানা হয় ওয়েস্টহাম ইউনাইটেড।
কিন্তু ক্যারিয়ারের শেষ বেলায় পৌঁছে এই ক্লাবে এলে বিশেষ সুবিধা করতে পারেননি নাসরি। কয়েক মাস পর বেলজিয়ামের ক্লাব অ্যান্ডারলেখটে ক্যারিয়ারের শেষ নোঙর ফেলেন তিনি। অবশেষে শেষ হলো নাসরির উত্থান-পতনের ক্যারিয়ার। ৩৪ বছর বয়সী মিডফিল্ডারের বিদায়টা হলো নীরবে, নিভৃতে।
Rent for add