গ্যালারিতে বসে মন্তেপিয়ের বিপক্ষে পিএসজির জয় দেখলেন মেসি

সপ্তাহের মাঝখানে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে মেগা চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে নামার আগে লিগ ওয়ানে ঘরের মাঠ পার্ক ডি প্রিন্সেসে মন্তেপিয়েরের মুখোমুখি হয়েছিল প্যারিস সেন্ট জার্মেই। লিওনেল মেসির অনুপস্থিতিতে ম্যাচ জিততে খুব বেশি কসরত করতে হয়নি পিএসজির তারকাখচিত দলকে। ২-০ ম্যাচ জেতে তারা। গ্যালারিতে বসে পিএসজির জয় উপভোগ করেন মেসি।

শনিবার রাতে শুরু থেকে স্বভাবিকভাবেই ম্যাচে দাপট দেখায় পিএসজি। হাঁটুর চোটের কারণে লিওনেল মেসি টানা দ্বিতীয় ম্যাচে প্যারিসের ক্লাবে হয়ে মাঠে নামতে পারেননি। তার পরিবর্তে স্বদেশীয় অ্যাঞ্জেল ডি মারিয়া, নেইমার এবং এমবাপের সঙ্গে জুটি বাঁধেন।

তবে দলের একাধিক তারকা ফরোয়ার্ডের উপস্থিতিতেও ম্যাচের প্রথম গোলটি আসে মাঝমাঠ থেকে। ইদ্রিসা গুইয়ে (পাপা গুইয়ে) বক্সের বাইরে থেকে জোরালো শটে ১৪ মিনিটে পিএসজিকে এগিয়ে দেয়। প্রথমার্ধে নেইমারেরকে দুইবার গোল করতে রুখে দেন মন্তেপিয়ের গোলরক্ষক জোনাল ওমলিন।

তবে প্রথমার্ধে গোল করলেও দ্বিতীয়ার্ধে গোলের দরজা খুলতে বারংবার ব্যর্থ হচ্ছিলেন পিএসজি তারকারা। নেইমার একাধিক সুযোগ নষ্ট করার পাশপাশি কিলিয়ান এমবাপেও ম্যাচে প্রভাব ফেলতে ব্যর্থ হচ্ছিলেন।

এমন অবস্থায় ডি মারিয়ার বদলি হিসেবে নামার এক মিনিটের মধ্যেই, ৮৯ মিনিটে গোল করে দলের জয় সুনিশ্চিত করেন হুলিয়ান ড্রাক্সলার। তাকে অ্যাসিস্ট করেন নেইমার।

এই জয়ের ফলে লিগ ওয়ানে প্রতিটি ম্যাচ জয়ের রেকর্ড বজায় রাখল মওরিসিও পোচেত্তিনোর দল। এদিন মেসি স্ট্যান্ডে বসে গোটা ম্যাচ দেখেন। এই ম্যাচের পর ম্যানচেস্টার সিটি ম্যাচেও যে তাকে পিএসজি পাবে না, তা একপ্রকার প্রায় নিশ্চিত।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent