স্পোর্টস ডেস্ক : ২৫ সেপ্টেম্বর ২০২১, শনিবার, ৯:৪৩:৩০
ম্যানেজার-ফুটবলার বিরোধ, আর্থিক সমস্যা, মাঠে খারাপ পারফরম্যান্স- সব মিলিয়ে সময়টা বার্সেলোনার জন্য একেবারেই সুখকর যাচ্ছে না। গ্রানাডার বিরুদ্ধে কোনক্রমে শেষ মুহূর্তের গোলে আগের ম্যাচ ড্র করার পর কাডিজের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেই সন্তুষ্ট থাকতে হল রোনাল্ড কোম্যানের দলকে।
এই ম্যাচে আবারও চেনা ছন্দে দেখা যায়নি বার্সাকে। প্রথমার্ধ গোলশূন্য শেষ হওয়ার পর, দ্বিতীয়ার্ধে শুরুতেই আলভারো নেগ্রেদোর সুবাদে ম্যাচে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বার্সা। তবে গোলরক্ষক মার্ক-আন্দ্রে টেরস্টেগান শট বাঁচিয়ে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন। উপরন্তু, ফ্রাঙ্কি ডি জং দ্বিতীয় হলুদ কার্ডের ফলে লাল কার্ড দেখায় ম্যাচের শেষ ২৫ মিনিট বার্সাকে ১০ জনেই খেলতে হয়। তাও পরপর দুই ম্যাচ হেরে বার্সার বিরুদ্ধে মাঠে নামা ক্যাডিজকে হারানোর স্বপ্ন দেখছিলো বার্সা সমর্থকরা।
মূলতঃ হলো তার উল্টোটা। একজন বেশি ফুটবলার নিয়ে খেলার লাভ তুলে বার্সা গোল লক্ষ্য করে ক্রমাগত আক্রমণ শানায় ক্যাডিজ। মূলত, টেরস্টেগেনের সুবাদেই ম্যাচে টিকে থাকে বার্সা। বার্সার হয়ে মেমফিস ডিপেই মোট দুটো বড় সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। স্টপেজ টাইমে গোলকিপারকে একাও পেয়ে গিয়েছিলেন ডিপেই। তবে গোল আসেনি। বায়ার্ন মিউনিখের কাছে হার ও গ্রানাডার সঙ্গে ড্র করার পর ক্যাডিজের বিরুদ্ধে পুনরায় ড্রয়ের ফলে তিন ম্যাচ জয়হীন বার্সা।
মাঠে তো সাফল্য আসছেই না, তার ওপর ম্যানেজার কোম্যান এবং বার্সা ফুটবলারদের মধ্যে দূরত্ব ক্রমশ সাফ চোখে পড়ছে। কোম্যান ম্যাচের আগে বার্সার খেতাব জয়ের সম্ভাবনাকে প্রায় উড়িয়ে দেন। কিন্তু তা মোটেই ভালভাবে নেননি পিকে। তিনি দাবি করেন, ‘আমি দ্বিতীয় বা তৃতীয় হয়ে সন্তুষ্ট থাকার জন্য বার্সা জার্সি পরে খেলি না।’ পুরো পরিস্থিতিতে কোম্যানের ওপর যে চাপ বাড়ছে, তা আলাদা করে বলে দেওয়ার দরকার হয় না।
Rent for add