কিংস-আবাহনী ড্রয়ে ফুটবল মৌসুমের সমাপ্তি


বসুন্ধরা কিংসের শিরোপা নিশ্চিত হয়েছিল চার ম্যাচ হাতে রেখেই। ৯ আগস্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে প্রিমিয়ার লিগ জেতার উৎসব করেছিল তপু-সবুজরা। প্রায় দেড় মাস পর ট্রফি নিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শ্রেষ্ঠত্ব ধরে রাখার উদযাপন করলো অস্কার ব্রুজনের দল।

তবে শেষটা জয়ে রাঙাতে পারেনি চ্যাম্পিয়নরা। সোমবার প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে আবাহনীর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। তবে এই ড্রও ছিল কিংসের জন্য সৌভাগ্যের।

কারণ, অধিনায়ক তপু বর্মনের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েছিল তারা। তপু বর্মনের গোলেই আবার ফেরে সমতায়। মৌসুমের শেষ ম্যাচে তপুই খলনায়ক, তপুই নায়ক।

২৮ মিনিটে আবাহনীর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফায়েলের শট ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠিয়েছিলেন তপু বর্মন। ৯ মিনিট পর ব্রাজিলিয়ান রবিনহোর ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে সমতা ফেরান সেই তপু।

২৪ ম্যাচে ২১ জয়, দুই ড্র এবং এক হার। ৬৫ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষের জালে ৬০ গোল দিয়ে হজম করেছে ১০টি। শেষ ম্যাচ জিতলে লিগের শেষটা আরও রঙিন হতো চ্যাম্পিয়নদের।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent