নিজস্ব প্রতিবেদক : ১৪ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার, ০:০৪:৫৫
ব্রাজিল জাতীয় ফুটবল দলের সাবেক সেন্টার-হাফ ডেভিড লুইজ অবশেষে রিও ডি জেনিরোর ক্লাব ফ্লামেঙ্গোতে যোগ দিয়েছেন। ক্লাব সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ফ্লামেঙ্গো এক টুইটার বার্তায় লিখেছে, ‘ক্লাব সমর্থকদের দাবী ছিল লুইসজে দলে নেবার। এখন তাকে লাল-কালো জার্সিতে খেলতে দেখা যাবে।’
৩৪ বছর বয়সী এ ডিফেন্ডার ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত ফ্লামেঙ্গোর সাথে চুক্তি করেন। তিনি ব্রাজিলের হয়ে ৫৭ ম্যাচ খেলেছেন।
লুইজ জুলাই মাসে আর্সেনাল ছেড়ে আসার পর আর কোন ক্লাবে যোগ দেননি।
উল্লেখ্য লুইজ এ পর্যন্ত বেনফিকা ও পিএসজিতে খেললেও ইউরোপের সবচেয়ে সফল সময় অতিবাহিত করেছেন চেলসিতে। ব্লুজদের হয়ে তিনি চ্যাম্পিয়ন্স লিগ, দু’টি এফএ কাপ ও ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছেন।
Rent for add