নিজস্ব প্রতিবেদক : ৮ সেপ্টেম্বর ২০২১, বুধবার, ১৮:২১:৪৬
নেপালের কাঠমান্ডুতে বৃহস্পতিবার নারী ফুটবল দল ফিফা টায়ার-১ ম্যাচ খেলবে স্বাগতিকদের বিপক্ষে। ২০১৯ সালে নেপালে অনুষ্ঠিত উইমেন্স সাফ চ্যাম্পিয়নশিপের পর বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল আর মাঠে নামেনি। সেই নেপালেই আবার সাবিনারা মাঠে ফিরছে আড়াই বছর পর। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বিকেলে সোয়া ৫ টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপালের মেয়েরা। দ্বিতীয় ম্যাচ ১২ সেপ্টেম্বর।
বাংলাদেশের এই দুই ম্যাচ উজবেকিস্তানে এশিয়ান কাপের বাছাইয়ের প্রস্তুতি। নেপালের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন,’ অনেক বছর ধরে মেয়েরা একসাথে খেলে আসছে। তারা বয়স ভিত্তিক দলেও একসাথে খেলেছে। তাই প্রত্যেকের মধ্যে খুব ভালো সম্পর্ক এবং বোঝার ক্ষমতা রয়েছে। আশা করি, যদি মেয়েরা দলবদ্ধভাবে তাদের সেরাটা দিতে পারে তাহলে অবশ্যই আমরা ম্যাচে ভালো একটা ফলাফল পাবো।’
দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেছেন ‘আমরা গত কয়েক মাস যাবত কঠোর পরিশ্রম করে আসছি। সেই পরিশ্রমের ফল হিসেবে নেপালের বিপক্ষে ভালো কিছু দেশকে উপহার দিতে চাই। তারপর উজবেকিস্তানে অনুষ্ঠিতব্য এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে নিজেদের অবস্থান ধরে রাখতে চাই। আমরা দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি।’
Rent for add