বাসস : ৭ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার, ৩:১৪:৩০
সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গোলশূন্য ড্র করেছে ইতালি। আর এই ফলাফলের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়েছে আজ্জুরিরা। যদিও জর্জিনহোর পেনাল্টি মিসে পরশু রাতে জয়ের সুযোগটি হাতছাড়া করেছে রবার্তো মানচিনির দল।
গত ৩৬ ম্যাচের কোনটিতেই পরাজিত হয়নি ইতালি। এর ফলে স্পেন ও ব্রাজিলের করা ৩৫ ম্যাচের অপরাজিত থাকার যৌথ রেকর্ডটি ভেঙ্গে এখন এই তালিকায় শীর্ষস্থান দখল করেছে ইউরোপীয়ান চ্যাম্পিয়নরা। ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ব্রাজিল এই রেকর্ড গড়েছিল। অন্যদিকে স্পেন ২০০৯ সালে এই রেকর্ড স্পর্শ করেছিল।
যদিও ৬২ মিনিটে জর্জিনহো পেনাল্টিতে গোল দিতে পারলে ম্যাচের ফলাফল হয়তবা ভিন্ন হতে পারতো। ডোমেনিকো বেরারডিকে ফাউলের অপরাধে পেনাল্টি আদায় করে নেয় সফরকারীরা। কিন্ত চেলসি মিডফিল্ডার জর্জিনহো স্বাগতিক গোলরক্ষক ইয়ান সোমারকে পরাস্ত করতে ব্যর্থ হন।
এরপরও ম্যাচ জয়ের বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেছে ইতালি। কিন্তু শেষ পর্যন্ত স্বস্তিদায়ক এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। এই ড্রয়ে পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে গ্রুপ-সি’র শীর্ষ দল হিসেবে বাছাইপর্বে এগিয়ে চলেছে ইতালি। দ্বিতীয় স্থানে থাকা সুইসদের তুলনায় তারা চার পয়েন্ট এগিয়ে রয়েছে। যদিও সুইজারল্যান্ড দুই ম্যাচ কম খেলেছে।
Rent for add