নিজস্ব প্রতিবেদক : ৫ সেপ্টেম্বর ২০২১, রবিবার, ২৩:১৫:২২
কিরগিজস্তানে অনুষ্ঠিত তিন জাতি টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা ভালো হলো না। বিশকেকে দোলন আমরাজোভ স্টেডিয়ামে ফিলিস্তিনির কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক কিরগিজস্তানের কাছে ১-০ গোলে হেরেছিল ফিলিস্তিন।
ফিলিস্তিন ১০২ আর বাংলাদেশ ১৮৮। র্যাঙ্কিংয়ের মতো মাঠের খেলাতেও যুদ্ধবিধ্বস্ত দেশটি বুঝিয়ে দিয়েছে ৮৬ ধাপ এগিয়ে আছে তারা। এই ম্যাচে কানাডা প্রবাসী রাহবার ওয়াহেদ খানের অভিষেক হয়েছে বাংলাদেশের জার্সিতে। ম্যাচের ৮৪ মিনিটে বদলি নেমেছেন রাহবার।
৩৩ মিনিটে প্রতি আক্রমণে গোল খায় বাংলাদেশ। ফিলিস্তিন ফরোয়ার্ড লায়েথ খারুব পোস্ট ছেড়ে বের হয়ে আসা শহিদুল আলমের মাথার ওপর দিয়ে জালে জড়িয়ে দেন।
দ্বিতীয়ার্ধের শুরতেই আবার গোল করে ফিলিস্তিন। গোল দিয়ে আরও মরিয়া হয়ে ওঠে ফিলিস্তিন। বাংলাদেশ মনোযোগ দেয় আর গোল না খাওয়ার দিকে। শেষ পর্যন্ত ২-০ গোলের হার দিয়েই তিন জাতি টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক কিরগিজস্তানের বিপক্ষে খেলবেন জামাল ভূঁইয়ারা।
Rent for add