দুই বছর অন্তর বিশ্বকাপ চান ওয়েঙ্গার

ফুটবল বিশ্বকাপ প্রতি দুই বছর অন্তর আয়োজনের পক্ষে নিজের মত দিয়েছেন আর্সেনালের সাবেক বস আর্সেন ওয়েঙ্গার। ফরাসি স্পোর্টস দৈনিক এল’ইকুয়েপে প্রকাশিত এক সাক্ষাতকারে ওয়েঙ্গার এই মত দেন।

৭১ বছর বয়সী এই ফ্রেঞ্চম্যান বর্তমানে ফিফার ডেভেলপমেন্ট কমিটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ সম্পর্কে ওয়েঙ্গার বলেন, ‘প্রতি বছর বাছাইপর্ব শেষে বিশ্বকাপ কিংবা কন্টিনেন্টাল যেকোন বড় চ্যাম্পিয়নশিপে মৌসুম শেষে অনুষ্ঠিত হতে পারে। দুটি বাছাইপর্ব উইন্ডোর মাঝে খেলোয়াড়রা সারা বছর ক্লাবে থাকার সুযোগ পাবে। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল ক্যালেন্ডারের মধ্যে এর ফলে সংঘর্ষটা কম হবে। একই সাথে খেলোয়াড়দের বারবার ভ্রমণজনিত অসুবিধার বিষয়টিও সমাধান করা যাবে।’

ওয়েঙ্গারের মতে বছরের একটি সময় শুধুমাত্র অক্টোবর মাসে আন্তর্জাতিক উইন্ডো খোলা রাখা যেতে পারে। আর এ সময়ে খুব একটা বেশি ম্যাচ যাতে খেলতে না হয় সেদিকটিও নজর দিতে হবে।

২০২৬ সালে উত্তর আমেরিকা ও মেক্সিকোতে বিশ্বকাপের দুই বছর পর ২০২৮ সালের জন্য ওয়েঙ্গার নতুন এই ফর্মেটের প্রস্তাব দিয়েছেন। খুব দ্রুতই ফিফা এ বিষয়ে কাজ শুরু করবে বলে জানা গেছে। ওয়েঙ্গার বলেন, ‘এর মাধ্যমে খেলোয়াড়রা খুব বেশি ম্যাচ খেলার চাপের মধ্যে থাকবে না। বাছাইপর্বের শেষ পর্যায়ের পর অন্তত ২৫ দিনের বিশ্রাম তারা পাবে। এখনকার দিনে যত সহজে সব প্রতিযোগিতার আয়োজন করা যায় ততই ভাল। এর পিছনে আর্থিকভাবে অধিক লাভবান হবার অবশ্য কোন সুযোগ নেই। এটি শুধুমাত্র পুরুষ ফুটবলের জন্য এটি সার্বজনীন একটি প্রকল্প নয়, নারী ও যুব ফুটবলেও এই ধরনের প্রকল্প বাস্তবায়ন করার চিন্তা করা হচ্ছে।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent