বাসস : ২৯ আগস্ট ২০২১, রবিবার, ২০:৫৮:৪৪
ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে প্রথম হেভিওয়েট ম্যাচে লিভারপুল-চেলসির মধ্যে কেউ জিততে পারেনি। অ্যানফিল্ডে দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময় চেলসি ১০জন নিয়ে খেললেও শেষ পর্যন্ত স্বাগতিক লিভারপুল তা কাজে লাগাতে পারেনি। ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলে।
প্রথমার্ধের ইনজুরি টাইমে রিস জেমস লাল কার্ড দেখে মাঠে বাইরে চলে গেলে বাকি সময় একজন কম নিয়েই খেলতে হয়েছে চেলসিকে। তার আগে ২২ মিনিটে কেই হাভার্টজের গোলে এগিয়ে গিয়েছিল ব্লুজরা। নিজেদের গোললাইনে হ্যান্ডবলের অপরাধে জেমস লাল কার্ড দেখেন, বিপরীতে লিভারপুল পেনাল্টি উপহার পায়। স্পট কিক থেকে রেডসের সমতায় ফেরান মোহাম্মদ সালাহ। কিন্তু এরপর ইউরোপীয়ান চ্যাম্পিয়নদের কঠোর প্রতিরোধের মুখে জার্গেন ক্লপের দল আর পেরে উঠেনি।
এই দুই দল ছাড়াও ওল্ড ট্র্যাফোর্ডে ক্রিস্টিয়ানো রোনালদোর ফিরে আসায় ম্যানচেস্টার ইউনাইটেডও এবারের মৌসুমে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির উপর যে শিরোপা জয়ে দারুণ একটি চাপ ফেলবে তা নি:সন্দেহে বলা যায়। মৌসুমের প্রথম বড় ম্যাচে তার প্রমাণও পাওয়া গেছে। অ্যানফিল্ডে পুরো ৯০ মিনিটই একে অপরের সাথে পাল্লা দিয়ে লড়াই করে গেছে দুই দল।
গত মৌসুমে বেশ কিছু তারকা খেলোয়াড়ের দীর্ঘ ইনজুরি শিরোপা ধরে রাখতে লিভারপুলের পথে বাঁধার সৃষ্টি করেছিল। তবে রক্ষণভাগের কেন্দ্রে কাল ভার্জিল ফন ডাইক ও জোয়েল মাটিপ গত মৌসুমের ইনজুরি কাটিয়ে নিজেদের প্রমাণ করেছেন।
তাদের সাথে সমন্বয় করে জর্ডান হেন্ডারসন ও ফ্যাবিনহো তাদের পরিচিত মধ্যমাঠের দায়িত্ব সঠিকভাবেই পালন করেছেন। নীচে থেকে চাপ সৃষ্টি করা ও একের পর এক কাউন্টার অ্যাটাক থেকে এগিয়ে যাওয়াই রেডসদের ম্যাচের প্রথমভাগে অনেকটাই এগিয়ে রেখেছিল।
থিয়াগো আলচানতারাকে বেঞ্চে বসিয়ে ক্লপ ১৮ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার হার্ভি এলিয়টকে মাঠে নামিয়েছিলেন। এনিয়ে প্রিমিয়ার লিগে দ্বিতীয়বারের মত মূল একাদশে সুযোগ পেলেন এলিয়ট।
Rent for add