বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম নারী রেফারি সালমা মনি

ঐতিহাসিক দিন দেখল বাংলাদেশের ফুটবল। সর্বোচ্চ পর্যায়ের বাংলাদেশ প্রিমিয়ার লিগে এই প্রথম নারী রেফারি দায়িত্ব পালন করলেন। সোমবার কমলাপুরে শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে আরামবাগ ক্রীড়া সংঘ আর উত্তর বারিধারা ক্লাবের ম্যাচে সহকারী রেফারি হিসেবে ছিলেন সালমা আক্তার মনি।

দেশের সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে সালমাই যে প্রথম নারী রেফারি, তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রেফারিজ ডেপুটি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম নেসার ‘ছেলেদের প্রিমিয়ার লিগের ম্যাচে আজই প্রথম কোনো নারী রেফারিকে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে কখনো এমনটা হয়নি।’

ইব্রাহিম নেসার বলেছেন,‘সালমা এখন ফিফার সহকারী রেফারি। তাঁর নাম এলিট রেফারি প্যানেলের জন্য পাঠিয়েছি। ফিফা আমাদের কাছে তাঁর ম্যাচ পরিচালনার ভিডিও চেয়েছে। এখন তো মেয়েদের কোনো খেলা নেই। তাই ছেলেদের খেলাতেই তাঁকে দেওয়া। এই ধরনের ম্যাচ পরিচালনা করার মতো সামর্থ্যও তাঁর আছে।’

গত বছর ফিফার সহকারী রেফারি পরীক্ষায় পাস করেন সালমা। ২০২১ সালের জন্য ফিফার সহকারী হয়েছেন তিনি।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent