নিজস্ব ডেস্ক : ১০ আগস্ট ২০২১, মঙ্গলবার, ১৭:০৩:২৮
মেসি যাচ্ছেন প্যারিসে-এটা অনুমিতই ছিল। তারপরও নানা গুঞ্জন ডালপালা মেলে এই আর্জেন্টাইন কিংবদন্তির ভক্তদের রেখেছিল অনিশ্চয়তায়। কিন্তু মঙ্গলবার সব অনিশ্চয়তা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কাগজ-কলমে পিএসজির হয়ে গেলেন মেসি। চুক্তি করেছেন ২ বছরের। তৃতীয় বছরের অপশনও রাখা হয়েছে চুক্তিতে।
দীর্ঘ ২১ বছর স্পেনের বার্সেলোনায় কাটিয়ে মেসি গায়ে জড়াতে যাচ্ছেন নতুন জার্সি। এদিকে মেসি চলে যাওয়ার পর বার্সেলোনা তাদের নতুন অধিনায়কও ঠিক করে ফেলেছে। বার্সার নতুন অধিনায়ক হয়েছেন মিডফিল্ডার সার্জিও বুসকেটস।
Rent for add