ব্রাজিলেরই থাকলো অলিম্পিক ফুটবলের স্বর্ণ

অলিম্পিক ফুটবলের স্বর্ণ ধরে রাখলো ব্রাজিল। শনিবার টোকিও ইয়োকোহামা স্টেডিয়ামে গেমস ফুটবলের ফাইনালে ব্রাজিল ২-১ গোলে হারিয়েছে স্পেনকে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হলে ফাইনাল গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের গোলে জয় নিশ্চিত করে ব্রাজিল।

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে গোল করে ব্রাজিলকে এগিয়ে দিলেন ম্যাথিয়াস চুনহা। ব্রাজিল অধিনায়ক দানি আলভেজের পাস থেকে বল পেয়ে বক্সের মধ্যখান থেকেই ডান পায়ের দারুণ এক শটে স্পেনের জাল কাঁপিয়ে দেন চুনহা।

এর আগেই ৩৬ মিনিটে এগিয়ে যেতে পারতো ব্রাজিল। কোপা আমেরিকায় খেলা ফুটবলার রিচার্লিসন যদি পেনাল্টিটা মিস না করতেন। স্পেনের বক্সের মধ্যে ম্যাথিয়াস চুনহাকে ফাউল করেন স্পেনের গোলরক্ষক উনাই সিমোন। ভিএআর দেখে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত বহাল রাখেন। স্পট কিক নিতে আসেন রিচার্লিসন। কিন্তু তিনি শটটি মেরে দেন পোস্টের ওপর দিয়ে।

দ্বিতীয়ার্ধের মাঝামাঝি এসে দুর্দান্ত এক গোলে স্পেনকে সমতায় ফেরান স্পেনের মাইকেল ওইয়ারজাবাল। এরপর একের পর এক আক্রমণ শানিয়েও গোল আদায় করতে পারলো না কেউ। যার ফলে খেলা গড়াল অতিরিক্ত ৩০ মিনিটে।

১০৮ মিনিটে বদলি খেলোয়াড় ম্যালকম গোল করে স্বর্ণ ধরে রাখা নিশ্চিত করেন ব্রাজিলের। শেষ পর্যন্ত ২-১ গোলে স্পেনকে হারিয়ে পরপর দুই অলিম্পিকে স্বর্ণ জিতলো পেলে-রোনালদোর দেশ। ২০১৬ ঘরের মাঠের অলিম্পিকে ব্রাজিল জিতেছিল ইতিহাসের প্রথম স্বর্ণ।

জাপানের এই স্টেডিয়ামেই ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। সেই স্টেডিয়ামেই জিতলো অলিম্পিকের স্বর্ণ।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent