নিজস্ব প্রতিবেদক : ৪ আগস্ট ২০২১, বুধবার, ২০:২৮:৫৯
বাংলাদেশ প্রিমিয়ার লিগে চার ম্যাচ পর জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। বুধবার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘকে ৩-০ গোলে হারিয়েছে তারা।
সব গোলই করেছেন তাদের বিদেশিরা। ৩৪ মিনিটে নাইজেরিয়ান অবি মনেকে গোলের সূচনা করেন। ৮০ মিনিটে দ্বিতীয় গোল করেন তাজিকিস্তানের আসররভ। ব্যবধান দ্বিগুন করেন।
ইনজুরি সময়ে তৃতীয় গোল করেছেন পেনাল্টি কিরগিজস্তানের বখতিয়ার।
১৯ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে সাবেক চ্যাম্পিয়নরা। ১৮ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সবার নিচে আরামবাগ ক্রীড়া সংঘ।
Rent for add