আবাহনীর জালে মুক্তিযোদ্ধার হালি গোল


প্রিমিয়ার ফুটবল লিগে জায়ান্টদের দুর্দিনই গেল রোববার। বিকেলে বসুন্ধরা কিংসকে প্রিমিয়ার লিগে প্রথম হারের তেতো স্বাদ দিয়েছিল চট্টগ্রাম আবাহনী। রাতে সাবেক চ্যাম্পিয়ন আবাহনীকে তো হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের তলানীতে থাকা মুক্তিযোদ্ধা ৪-২ গোলে হারিযেছে আবাহনীকে।

মুক্তিযোদ্ধার জয়ে বড় অবদান দলটির আইভরিকোস্টের দুই ফুটবলার ইব্রাহিম ডিকো ও বাল্লো ফামুসার। প্রথম গোল করেছিলেন ডিকো। পরে ফামুসা করেন জোড়া গোল। চতুর্থ গোলটি নিপুর। আবাহনীর গোল করেছেন সানডে চিজুবা ও ফয়সাল আহমেদ শিতুল।

এ জয়ে ১৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১১ তম স্থানে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। আবাহনীর ১৮ ম্যাচে পয়েন্ট ৩৬।

 

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent