নিজস্ব প্রতিবেদক : ১৭ জুলাই ২০২১, শনিবার, ১৮:৪৯:৩৬
নারী প্রিমিয়ার ফুটবলে রানার্সআপ হয়েছে নতুন দল আতাউর রহমান ভূঁইয়া (এআরবি) কলেজ স্পোর্টিং ক্লাব। লিগের দ্বিতীয় স্থানে থাকা আগেই নিশ্চিত ছিল ক্লাবটির। গাণিতিকভাবে একটা সম্ভাবনা ছিল চ্যাম্পিয়ন হওয়ার। কিন্তু কঠিন সেই সমীকরণ মেলেনি শনিবার বসুন্ধরা কিংস ১৩ নম্বর ম্যাচ জেতায়।
বসুন্ধরার মেয়েদের চ্যাম্পিয়নশিপ উদযাপন দেখতে দেখতেই শনিবার দিনের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছিল এআরবি কলেজ স্পোর্টিং ক্লাব। সদ্যপুস্করনী যুব সংঘকে তারা হারিয়েছে ৯-০ গোলে।
হ্যাটট্রিক করেছেন অনিকা তানজুম। দুটি গোল স্বপ্না রানীর। একটি করে গোল করেছেন শাহেদা আক্তার রিপা, নাসরিন আক্তার, নওশন জাহান ও আকলিমা খাতুন।
১৩ ম্যাচে আতাউর রহমান ভুঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের পয়েন্ট ৩৬। আরো এক ম্যাচ বাকি আছে তাদের।
দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ইউনাইটেড ২-১ গোলে হারিয়েছে নাসরিন স্পোর্টস একাডেমিকে। কুমিল্লার দুটি গোলই করেছেন রোজিনা। নাসনির স্পোর্টস একাডেমির গোল করেছেন শিরিনা আক্তার।
Rent for add