নিজস্ব প্রতিবেদক : ১৬ জুলাই ২০২১, শুক্রবার, ২১:১৩:৫২
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ফুটবল একাডেমি তৈরির কাজের অগ্রগতি দেখতে গিয়েছিলেন।
এ সময় বাফুফে সভাপতি সঙ্গে ছিলেন সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মনিক, সদস্য মাহফুজা আক্তার কিরণ ও সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ।
১৪ থেকে ১৮ বছরের মধ্যে উদীয়মান ফুটবলাররা বাফুফে ফুটবল একাডেমিতে প্রশিক্ষণ পাবেন। প্রশিক্ষণে দেশি-বিদেশি প্রশিক্ষক থাকবেন। এটির তত্ত্বাবধান করবেন টেকনিক্যাল ডিরেক্টর পল থমাস স্মল্লি।
ফুটবল একাডেমি পরিদর্শনকালে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেছিলেন, ‘এই জুলাইয়ে একাডেমির উদ্বোধনের কথা ছিল। তবে বর্তমান মহামারীর কারণে কাজটি বিলম্বিত হয়েছে। আশা করি আগস্টের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে। আমরা সেভাবেই কাজ চালিয়ে যাচ্ছি।’
Rent for add