পারফরম্যান্সের ভিত্তিতে রেফারিদের পুরস্কার দেবে বাফুফে


বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারিজ কমিটি প্রতি বছর মৌসুম শেষে সর্বোচ্চ কর্মক্ষমতা অনুযায়ী সেরা ৮ জন রেফারিকে (পুরুষ ও মহিলা) এবং একই সাথে সেরা ৩ জন (২ জন পুরুষ ও একজন মহিলা) উদীয়মান রেফারিকে পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার বাফুফের রেফারজি কমিটির তৃতীয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় নতুন রেফারিং কোর্স ও পদোন্নতি পরীক্ষার ফলাফল অনুমোদিত হয়।
‘ভিডিও এ্যানালাইসিস কমিটি’ শীর্ষক রেফারিজ উপকমিটির অনুমোদন হয়। আহবায়ক হিসেবে ইলিয়াস হোসেনকে এবং সদস্য হিসেবে হাজী মো. ইব্রাহিম নেসার, মো. আজাদ রহমান, নাহিদা আহম্মেদ ইতু এবং বাফুফে সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাকে মনোনীত করা হয়েছে।

২০২১ ফিফা ফিটনেস পরীক্ষার তারিখ আসন্ন ঈদ-উল-আজহা এর পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পুরস্কারের পাশাপাশি শাস্তিরও ব্যবস্থা থাকবে। মাঠে কোন রেফারির খেলা পরিচালনা যদি সন্তোষজনক না হয়, সেক্ষেত্রে তার সংশ্লিষ্ট খেলার ৫০ ভাগ সম্মানী কর্তনসহ ২ থেকে ৫ সপ্তাহ (খেলা চলাকালীন পরবর্তী সময়) খেলা পরিচালনা হতে বিরত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় রেফারিদের সার্বিক মান উন্নয়নের বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent