নিজস্ব ডেস্ক : ৪ জুলাই ২০২১, রবিবার, ১০:৪০:০১
উরুগুয়েকে টাইব্রেকারে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে কলম্বিয়া। ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার ভোরে হওয়া ম্যাচটির নির্ধারিত সময়ের খেলা ছিল গোলশূন্য। টাইব্রেকারে কলম্বিয়া জিতেছে ৪-২ গোলে।
কলম্বিয়ার জয়ের নায়ক গোলরক্ষক ডেভিড ওসপিনা। টাইব্রেকারে উরুগুয়ের দুইটি শট ঠেকিয়েছেন তিনি। অন্যদিকে জালের দেখা পেয়েছে কলম্বিয়ার চারটি শটই।
প্রথমে শট নিয়েছিলেন কলম্বিয়ার ডুভান জাপাতা। বিপরীতে নিজেদের প্রথম শটে গোল করেন উরুগুয়ের তারকা ফরোয়ার্ড এডিনসন কাভানিও। দ্বিতীয় শটেও ভুল করেননি কলম্বিয়ার ডেভিনসন সানচেজ। কিন্তু উরুগুয়ের হোসে মারিয়া গিমিনেজের শট ডান পা দিয়ে ঠেকিয়ে দেন ওসপিনা।
ফলে এগিয়ে যায় কলম্বিয়া। তৃতীয় শটে জালের ঠিকানা খুঁজে নেন কলম্বিয়ার ইয়েরি মিনা। উরুগুয়ের পক্ষেও ভুল করেননি লুইস সুয়ারেজ। কলম্বিয়ার হয়ে টানা চতুর্থ শটে গোল করেন মিগুয়েল বোরহা। এরপর মাতিয়াস ভিনার শট ঠেকিয়ে দিয়ে কলম্বিয়ার সেমির টিকিট নিশ্চিত করেন ডেভিড ওসপিনা।
Rent for add