নিজস্ব প্রতিবেদক : ২৭ জুন ২০২১, রবিবার, ০:২৯:১৪
ইউরো চ্যাম্পিয়নশিপে আরো একবার ডেনিশ রূপকথা দেখলো ফুটবলবিশ্ব। শনিবার রাতে শেষ ষোলোর ম্যাচে গ্যারেথ বেলের ওয়েলসকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে উঠে গেলো ডেনমার্ক।
নেদারল্যান্ডসের আমস্টারডাম এরেনায় হওয়া ম্যাচটিতে ৪-০ গোলের বড় ব্যবধানে জিতেছে ডেনমার্ক। যার সুবাদে ১৭ বছর পর ইউরোর কোয়ার্টারের টিকিট পেয়েছে তারা।
ডলবার্গের জোড়া গোলের পর শেষ দিকে ব্যবধান বাড়ান ইওয়াখিম মেইল ও মার্টিন ব্র্যাথওয়েট। ২০০৪ সালের পর এই প্রথম মহাদেশীয় প্রতিযোগিতাটির শেষ আটে পা রাখল ডেনিশরা।
Rent for add