ইউরো চ্যাম্পিয়নশিপে আবারো ডেনিশ রূপকথা


ইউরো চ্যাম্পিয়নশিপে আরো একবার ডেনিশ রূপকথা দেখলো ফুটবলবিশ্ব। শনিবার রাতে শেষ ষোলোর ম্যাচে গ্যারেথ বেলের ওয়েলসকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে উঠে গেলো ডেনমার্ক।

নেদারল্যান্ডসের আমস্টারডাম এরেনায় হওয়া ম্যাচটিতে ৪-০ গোলের বড় ব্যবধানে জিতেছে ডেনমার্ক। যার সুবাদে ১৭ বছর পর ইউরোর কোয়ার্টারের টিকিট পেয়েছে তারা।

ডলবার্গের জোড়া গোলের পর শেষ দিকে ব্যবধান বাড়ান ইওয়াখিম মেইল ও মার্টিন ব্র্যাথওয়েট। ২০০৪ সালের পর এই প্রথম মহাদেশীয় প্রতিযোগিতাটির শেষ আটে পা রাখল ডেনিশরা।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent