ফ্রান্স-পর্তুগাল ২-২ গোলের ম্যাচে রোনালদোর বিশ্বরেকর্ড


বুধবার রাতে ইউরো কাপের ম্যাচে ফ্রান্স ও পর্তুগালের ম্যাচ ড্র হয়েছে ২-২ গোলে। কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে ‘এফ’ গ্রুপের শেষ রাউন্ডে ফ্রান্সের বিপক্ষে দলের দ্বিতীয় গোলটি করে ইরানের সাবেক তারকা ফুটবলার দাইকে স্পর্শ করেন রোনালদো।

পর্তুগাল তখন ২-১ গোলে পিছিয়ে। অন্য ম্যাচের ফলের হিসেবে এই অবস্থায় খেলা শেষ হলে বিদায় নিতে হবে তাদের। এমন সময় ৬০তম মিনিটে ফ্রান্সের ডি-বক্সে তাদের ডিফেন্ডার জুল কুন্দের হাতে বল লাগলে পেনাল্টি পায় গতবারের চ্যাম্পিয়নরা।
কোনো ভুল করেননি রোনালদো। দলকে সমতায় ফেরানোর পাশাপাশি রেকর্ডটি স্পর্শ করেন তিনি।

ম্যাচের শুরুতে দলকে এগিয়ে নেওয়া গোলেও আরেকটি নতুন ইতিহাস লেখেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মিলিয়ে ২০ গোল করেন তিনি। এখন ওই সংখ্যাটি ২১।

ইউরোর ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডও তার দখলে; এখানে তার মোট গোল হয়েছে ১৪টি।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent