সকালে মেসিদের সামনে প্যারাগুয়ে


বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৬ টায় আর্জেন্টিনা খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। কোপা আমেরিকার মঞ্চে আর্জেন্টিনাকে কখনো হারাতে পারেনি প্যারাগুয়ে। আর্জেন্টিনা জিতলে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনাল।

গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে ব্রাজিলের মানে গারিঞ্চা স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। দুই ম্যাচে এক জয় ও এক জয়ে আর্জেন্টিনা পয়েন্ট তালিকার শীর্ষে। প্যারাগুয়ে এক ম্যাচ খেলে একটিতেই জিতেছে।

দুই দলের লক্ষ্য আজ অভিন্ন। প্যারাগুয়ে এর আগে কোপার মঞ্চে ২২ বার আর্জেন্টিনার মুখোমুখি হয়েছে। একবার জিতেনি দলটি। মঙ্গলবার জিতলেই ইতিহাস গড়বে তারা। অন্যদিকে মেসিদের সুযোগ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা। চিলির বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলে জিতেছে মেসির দল। প্যারাগুয়ের বিপক্ষেও জয়ের প্রহর গুনছে তারা।

প্রথম দুই ম্যাচেই মেসির অবদানে ফল পেয়েছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে ফ্রি কিকে গোল করেছিলেন। দ্বিতীয় ম্যাচে তার অ্যাসিস্টে গোল পেয়েছিল দল। এবারও তার থেকে ধ্রুপদী পারফরম্যান্সের অপেক্ষায় আর্জেন্টিনার সমর্থকরা। এদিকে জাতীয় দলের জার্সিতে ১৪৭তম ম্যাচ খেলতে নামছেন মেসি। মাঠে নেমে মেসি স্পর্শ করবেন জাভিয়ের মাসচেরানোর রেকর্ড। প্যারাগুয়ে নিজেদের প্রথম ম্যাচে ৩-১ গোলে উড়িয়ে দেয় বলিভিয়াকে। দেখার বিষয় আর্জেন্টিনার বিপক্ষে কেমন করে তারা।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent