নিজস্ব প্রতিবেদক : ১৬ জুন ২০২১, বুধবার, ২১:২৭:৪৫
বৈবাহিকসূত্রে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলের স্বপ্ন পূরণ হয়েছে পাসপোর্ট হাতে পাওয়ায়। বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার পর জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের অপেক্ষায় ছিলেন বসুন্ধরা কিংসের এই ফরোয়ার্ড। বুধবার তিনি হাতে পেয়েছেন বহুল প্রতিক্ষিত সেই পাসপোর্ট।
পাসপোর্ট হাতে পাওয়ার পর কিংসলে নাগরিক হিসেবে তাকে গ্রহণ করায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন। কিংসলেকে দেয়া হয়েছে ১০ বছর মেয়াদের পাসপোর্ট। ১০ জুন ২০২১ তারিখে ইস্যু করা পাসপোর্টের মেয়াদ শেষ হবে ২০৩১ সালের ৯ জুন।
গত মার্চ মাসে নাগরিকত্ব পেয়েছেন কিংসলে। জাতীয় পরিচয়পত্র না পাওয়ায় তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে পারেননি এবং বসুন্ধরা কিংস তার নাম দিতে পারেনি এএফসি কাপের জন্য। এখন লিগে খেলতে তার বাধা নেই। কিছু আনুষ্ঠানিকতা সেরে খেলতে পারবেন এএফসি কাপেও।
২০১১ সালে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে অভিষেক হয়েছিল কিংসলের। আরামবাগ, মুক্তিযোদ্ধা ও বিজেএমসির হয়ে খেলেছেন।
Rent for add