নিজস্ব প্রতিবেদক : ১৬ জুন ২০২১, বুধবার, ২১:২৪:২৮
২০২৩ সালে চীনে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ের দলগুলোর মধ্যে গ্রুপে যারা পঞ্চম হয়েছে, তাদের মধ্যে সেরা তিনে থাকায় বাংলাদেশের জন্য এই সুযোগ তৈরি হয়েছে।
বাছাই শেষে শীর্ষ ১৩ খেলবে বিশ্বকাপের বাছাই ও এশিয়ান কাপের মূলপর্বে। ১৪ থেকে ৩৫ নম্বর-এই ২২ দল খেলবে এশিয়ান কাপের বাছাইয়ে। প্লে-অফ খেলে দুইটি দল যোগ দেবে বাছাইয়ে। এশিয়ান কাপের বাছাইয়ে খেলবে ২৪ দল।
বাংলাদেশের সঙ্গে আর যে ২১ দেশ এশিয়ান কাপের বাছাইয়ে খেলবে, সেই দলগুলো হচ্ছে-তাজিকিস্তান, উজবেকিস্তান, কুয়েত, ফিলিপাইন, জর্ডান, বাহরাইন, ফিলিস্তিন, ভারত, কিরগিজস্তান, মালয়েশিয়া, তুর্কমেনিস্তান, মালদ্বীপ, নেপাল, হংকং, সিঙ্গাপুর, আফগানিস্তান, মঙ্গোলিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মিয়ানমার ও ইয়েমেন।
এই ২২ দলের সঙ্গে দুটি আসবে প্লে-অফ থেকে। প্লে-অফে খেলবে ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, চাইনিজ তাইপে ও গুয়াম।
Rent for add