নিজস্ব প্রতিবেদক : ১০ জুন ২০২১, বৃহস্পতিবার, ২১:১২:২৯
বুধবার শেষ হয়েছে নারী প্রিমিয়ার লিগের প্রথম পর্ব। বাংলাদেশ ফুটবল ফেডারেশন দ্বিতীয় পর্ব শুরুর আগে লিগের মধ্যবর্তী দলবদল দিয়েছে ৭ দিন। আজ (বৃহস্পতিবার) মধ্যবর্তী দলবদল শুরু হয়েছে, চলবে ১৬ জুন পর্যন্ত।
৮ দলের এই লিগে শতভাগ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে বসুন্ধরা কিংস। ৭ ম্যাচে তাদের পয়েন্ট ২১। কেবল কিংসের কাছে এক ম্যাচ হারা লিগের নতুন দল আতাউর রহমান ভূঁইয়া স্পোর্টিং ক্লাব ১৮ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
প্রথম পর্বে ২৮ ম্যাচে গোল হয়েছে ১৫৩টি। এর মধ্যে কিংসের মেয়েরাই করেছে ৬৬ গোল। ৭ ম্যাচে তারা একটি মাত্র গোল হজম করেছে।
ভুরিভুরি গোল হয়েছে এই লিগে। গড়ে ৫টিরও অধিক (৫.৪৬) গোল হয়েছে প্রতি ম্যাচে।
প্রথম পর্ব শেষে ১৭ গোল নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংসের কৃষ্ণা রানী সরকার। জাতীয় দলের ও কিংসের অধিনায়ক সাবিনা খাতুনের গোল ১০ টি।
Rent for add