কোপা আমেরিকা থেকে নাম তুলে নিতে পারে ব্রাজিল

নিজের দেশে কোপা হচ্ছে, অথচ সেই দেশের ফুটবলাররাই সেই প্রতিযোগিতায় খেলতে চাইছেন না। অভূতপূর্ব এই ঘটনা ব্রাজিলের। গোটা দলই দেশে কোপা আমেরিকা আয়োজনের বিরুদ্ধে এককাট্টা। ফলে প্রতিযোগিতা শুরুর মাত্র কয়েকদিন আগেও কোপা আমেরিকা নিয়ে অনিশ্চয়তা অব্যাহত।

একে একে দুই দেশকে আয়োজনের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। রাতারাতি তা দেওয়া হয় ব্রাজিলের ঘাড়ে।  এর পিছনে দায়ী ব্রাজিলের অতি ডানপন্থী প্রেসিডেন্ট জায়ের বোলসোনারো। তিনি নাকি ‘সানন্দে’ আয়োজন করতে রাজি হয়ে গিয়েছেন।

আমেরিকার পরে করোনায় সব থেকে বেশি আক্রান্ত এবং মৃত্যু ব্রাজিলেই। এখনও সে দেশে সঠিক ভাবে টিকাকরণ শুরু হয়নি। এর মধ্যে কেন তাদেরই প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব দেওয়া হল তা কেউ বুঝতে পারছেন না। বেশ কিছু দেশও ব্রাজিলে আসতে দ্বিধায়। কারণ তাদের ধারণা, ব্রাজিল থেকেই গোটা লাতিন আমেরিকায় করোনা এত প্রবল ভাবে ছড়িয়ে পড়েছে। প্রতি সপ্তাহেই ব্রাজিলে নাকি নতুন নতুন ভেরিয়ান্ট দেখা যাচ্ছে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent