নিজস্ব প্রতিবেদক : ২৮ মে ২০২১, শুক্রবার, ১৮:১৬:০৩
ফিফার সর্বশেষ র্যাংকিংয়ে ২১০ দেশের মধ্যে মাত্র একটি দেশের উন্নতি ও একটি দেশের অবনতি হয়েছে। বাকি ২০৮ দেশ আছে আগের মতোই। বৃহস্পতিবার ফিফা মে মাসের র্যাংকিং ঘোষণা করেছে।
৭ এপ্রিল আগের র্যাংকিয়ের ঘোষণার পর পুরো বিশ্বে মাত্র একটি ফিফা স্বীকৃত ম্যাচ হয়েছে বাহরাইন ও ইউক্রেইনের মধ্যে। ওই ফিফা ফ্রেন্ডলি ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। ওই ড্রয়ের পর একমাত্র দল হিসেবে র্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাহরাইনের। তবে ড্র করেও ইউক্রেইনের অবস্থা অপরিবর্তিতই (২৪) আছে।
বাহরাইন ৯৯ থেকে ৯৮ নম্বরে ওঠায় তাদেরকে জায়গা ছেড়ে দিয়ে নিচে নামতে হয়েছে কিরগিজস্তানকে। এই দুটি দেশের পরিবর্তন ছাড়া বাকিরা আগের অবস্থানেই।
আগের মতো শীর্ষে বেলজিয়া, দুইয়ে ফ্রান্স, তিনে ব্রাজিল, আটে আর্জেন্টিনা ও ১৮৪ নম্বরে বাংলাদেশ।
Rent for add