জামাল ভূঁইয়ারা এখন কাতারে

বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ের শেষ তিন ম্যাচে অংশ নিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন কাতারে। সকাল ১১টায় ঢাকা থেকে রওয়ানা দিয়ে জামাল ভূঁইয়ারা দোহায় পৌঁছেছেন স্থানীয় সময় বেলা সোয়া ১টায়।

ম্যানেজার ইকবাল হোসেনের নেতৃত্বে ৩২ সদস্যের বাংলাদেশ দল কাতার গেছে। ২৩ ফুটবলার ছাড়াও দলে রয়েছেন ম্যানেজার, প্রধান কোচ, সহকারী কোচ, গোলরক্ষক কোচ, ফিটনেস কোচ, মিডিয়া অফিসার, ডাক্তার, ফিজিও ও টিম অ্যাটেন্ডেন্ট।

কাতার পৌঁছে ফুটবলাররা স্বাস্থ্যবিধির আনুষাঙ্গিক কাজগুলো করবেন। করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়ারাই কেবল নির্দিষ্ট সময়ে অনুশীলন মাঠে যেতে পারবেন।

বাংলাদেশের বাকি তিন ম্যাচ মাঠে গড়াবে- ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে।

বাংলাদেশ দল
শহীদুল আলম সোহেল, আনিসুর রহমান জিকো, রাসেল মাহমুদ লিটন, তপু বর্মন, রহমত মিয়া, রিয়াদুল ইসলাম রাফি, ইয়াসিন আরাফাত, মেহেদি হাসান, মোঃ ইমন, রিমন হোসাইন, হাবিবুর রহমান সোহাগ, তারিক কাজী, জামাল ভূঁইয়া, মাশুক মিয়া জনি, সোহেল রানা, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন, মো. আব্দুল্লাহ, বিপলু আহমেদ, সুমন রেজা, মতিন মিয়া, মো. মেহেদি হাসান রয়েল ও মোহাম্মদ জুয়েল।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent