নিজস্ব প্রতিবেদক : ২৬ মে ২০২১, বুধবার, ১২:১৯:৩৯
শ্রীলংকা ক্রিকেট দলের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
বাফুফে সভাপতির সঙ্গে সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এমপি অন্য সহ-সভাপতিগণ, কার্যনির্বাহী সদস্যবৃন্দ, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, স্ট্যান্ডিং কমিটির সব কর্মকর্তাসহ বাফুফের সকল কর্মকর্তা-কর্মচারীগণ আন্তরিক অভিনন্দন জানিয়েছে।
বাফুফে আশা করছে, জয়ের এ ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন থেকে আরো সুনাম বৃদ্ধি করবে।
বাংলাদেশ মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলংকাকে ১-৩ রানে হারিয়েছে। সে সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে এই প্রথম কোনো সিরিজ জিতলো বাংলাদেশ।
Rent for add