নিজস্ব প্রতিবেদক : ২৩ মে ২০২১, রবিবার, ১৯:৫৮:৪৮
জাতীয় ফুটবল দলের জন্য শেষ পর্যন্ত সৌদি আরবে প্রস্তুতি ম্যাচ খেলার ব্যবস্থা করেছে বাফুফে। সোমবার সকালে ২৪ ফুটবলার নিয়ে সৌদি রওয়ানা হবে জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে। সেখানে ২৬ থেকে ২৯ মে’র মধ্যে একটি বা দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা।
৩০ মে কাতার যাবে ফুটবল দল। দোহায় ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত ও ১৫ জুন ওমানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের শেষ তিন ম্যাচ খেলবে জাতীয় দল।
এ সফরের জন্য ২৪ ফুটবলার নির্বাচন করেছেন কোচ। করোনাক্রান্ত মোহাম্মদ ইব্রাহিমও আছেন কোচের নোটবুকে। তিনি ২৮ মে’র মধ্যে করোনামুক্ত হলে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।
শহীদুল আলম সোহেল, আনিসুর রহমান জিকো, রাসেল মাহমুদ লিটন, তপু বর্মন, রহমত মিয়া, রিয়াদুল ইসলাম রাফি, ইয়াসিন আরাফাত, মেহেদি হাসান, মোঃ ইমন, রিমন হোসাইন, হাবিবুর রহমান সোহাগ, তারিক কাজী, জামাল ভূঁইয়া, মাশুক মিয়া জনি, সোহেল রানা, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন, মো. আব্দুল্লাহ, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, সুমন রেজা, মতিন মিয়া, মো. মেহেদি হাসান রয়েল ও মোহাম্মদ জুয়েল।
Rent for add