নিজস্ব প্রতিবেদক : ২০ মে ২০২১, বৃহস্পতিবার, ১৯:১৬:৪৮
প্রয়াত দুই সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাচ্চু ও আল মুসাব্বির সাদী পামেলের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আল মুসাব্বির সাদী পামেলের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার বাদ আসর এই মিলাদ অনুষ্ঠিত হয় বাফুফে ভবন সংগলগ্ন ঝিলপাড় জামে মসজিদে।
আল মুসাব্বির সাদী পামেল ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রথম পেশাদার সাধারণ সম্পাদক। তিনি ওই পদে থাকাকালীন ২০১১ সালে ইন্তেকাল করেন।
সিরাজুল ইসলাম বাচ্চু কিছুদিন বাফুফের সাধারণ সম্পাদক থাকার পর দীর্ঘদিন দায়িত্ব পালন করেন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সাধারণ সম্পাদক হিসেবে। তিনি ২০১৫ সালের ১ জুন ইন্তেকাল করেন।
বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি, সহসভাপতিবৃন্দ, নির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ, সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, সকল স্ট্যান্ডিং কমিটি, সকল কর্মকর্তা-কর্মচারীগণ প্রয়াত দুই সাধারণ সম্পাদকের রুহের মাগফিরাত কামনা করেছেন।
Rent for add