নিজস্ব প্রতিবেদক : ১৫ মে ২০২১, শনিবার, ১৪:০৫:৪৪
বিশ্বকাপ বাছাইয়ের বাকি তিন ম্যাচ সামনে রেখে অনুশীলনের জন্য রোববার আবার ক্যাম্পে উঠবেন ফুটবলাররা। সোমবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্যাম্প শুরু হয়েছিল। কিন্তু বসুন্ধরা কিংস তাদের ১০ খেলোয়াড় না ছাড়ায় বাফুফে ক্যাম্প স্থগিত করে দেয় ঈদের ছুটির কথা বলে।
রোববার বিকেলে ছুটি কাটিয়ে ক্যাম্পে ফিরবেন ফুটবলাররা। বসুন্ধরা কিংসও খেলোয়াড় ছাড়ছে। বিকেলে খেলোয়াড়দের কোভিড-১৯ পরীক্ষা করে হোটেল ওঠাবে বাফুফে। যাদের ফলাফল নেগেটিভ আসবে তাদের নিয়ে সোমবার বা মঙ্গলবার মাঠের অনুশীলন শুরু করবে জেমি ডে। ইংলিশ কোচ জেমি ডে ও গোলরক্ষক কোচ ক্লেভারলি ১১ মে থেকে হোটেলে ৫ দিনের কোয়ারেন্টাইনে আছেন। সোমবার থেকে তারা কোয়ারেন্টাইনমুক্ত।
জেমির সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস এসেছেন একদিন আগে। তিনি এখন কোয়ারেন্টাইনে আছেন।
ক্যাম্পে ডাক পাওয়া ৩৩ ফুটবলার
বসুন্ধরা কিংস : আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, মাসুক মিয়া জনি, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তপু বর্মন, মোহাম্মদ ইব্রাহিম, তারিক কাজী।
সাইফ এসসি : রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, জামাল ভূঁইয়া, আবু শাহেদ, ইমরান হাসান রিমন, ফয়সাল আহমেদ ফাহিম।
আবাহনী : শহিদুল আলম সোহেল (গোলরক্ষক), সোহেল রানা, সাদ উদ্দিন।
শেখ রাসেল কেসি : আশরাফুল ইসলাম রানা (গোলরক্ষক), মো. আবদুল্লাহ।
মুক্তিযোদ্ধা : মেহেদী হাসান, মেহেদী হাসান রয়েল, মো. ইমন।
চট্টগ্রাম আবাহনী : মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন।
মোহামেডান : হাবিবুর রহমান সোহাগ, আতিকুজ্জামান।
উত্তর বারিধারা : সুমন রেজা, মিতুল মারমা (গোলরক্ষক)।
শেখ জামাল : রেজাউল করিম।
পুলিশ এফসি : মোহাম্মদ জুয়েল।
Rent for add