নিজস্ব প্রতিবেদক : ৬ মে ২০২১, বৃহস্পতিবার, ১৫:০৫:১২
নেপালের ত্রিদেশীয় টুর্নামেন্টের পর ছুটিতে গিয়েছিলেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে, তার দুই সহকারী স্টুয়ার্ট ওয়াটকিস ও গোলকিপার কোচ ক্লেভারলি। সোমবার তিনজনই ঢাকায় ফিরছেন। ঈদের পরপরই পুরোদমে শুরু হবে বিশ্বকাপ বাছাইয়ের বাকি ৩ ম্যাচের অনুশীলন।
৩০ এপ্রিল শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব। ২২ ম্যাচ হওয়ার পর ১২ মে থেকে লিগ বিরতিতে যাচ্ছে ঈদ ও বিশ্বকাপ বাছাইয়ের জন্য। বিরতি শেষে ২২ জুন শুরু হবে আবার লিগ।
আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে বাংলাদেশের তিনটি ম্যাচ বাকি আছে। জুনে ম্যাচ তিনটি হবে কাতারে। ৩ জুন বাংলাদেশের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে, ৭ জুন ভারতের বিপক্ষে এবং ১৫ জুন ওমানের বিপক্ষে।
বাংলাদেশ ‘ই’ গ্রুপে ১ পয়েন্ট নিয়ে সবার নিচে আছে। একটি মাত্র পয়েন্ট এসেছে ভারতের বিপক্ষে কলকাতায় ড্র করে। আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে শেষ তিন ম্যাচ ছিল বাংলাদেশের হোমম্যাচ। কিন্তু করোনা ভাইরাসের কারণে ম্যাচ পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেন্ট্রাল ভেন্যুতে।
Rent for add