বাসস : ৫ মে ২০২১, বুধবার, ৭:০৭:১৬
হতাশাময় একটি মৌসুম কাটানোর দায়ে প্রধান কোচ জাভিয়া গার্সিয়াকে বরখাস্ত করেছে স্প্যানিশ লা লিগার ক্লাব ভ্যালেন্সিয়া। চলতি লিগে তাদের হাতে আর মাত্র চারটি ম্যাচ অবশিষ্ট আছে।
রোববার বার্সেলোনার কাছে ৩-২ গোলে পরাজিত হয় ভ্যালেন্সিয়া। ফলে ১০ মাসের কোচিং দায়িত্ব পালন করা গার্সিয়ার জন্য ওই ম্যাচটিই হয়ে গেছে এখন ভ্যালেন্সিয়ার হয়ে শেষ ম্যাচ।
বর্তমানে লা লিগার পয়েন্ট তালিকার ১৪তম অবস্থানে রয়েছে ভ্যালেন্সিয়া। টানা ছয় ম্যাচে জয়হীন রয়েছে ক্লাবটি। তবে ক্লাবটিকে তলানীর তিন দলের গন্ডি থেকে ঠিকই বের করে নিয়ে এসেছেন কোচ গার্সিয়া। গত গ্রীষ্মে বেশ কজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিক্রি করে দেয়ার পরও ক্লাবটিকে নিরাপদ স্থানে টিকিয়ে রেখেছেন তিনি। এ মুহুর্তে রেলিগেশন জোন থেকে ছয় পয়েন্টের দূরত্বে রয়েছে ভ্যালেন্সিয়া।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্লাবটি জানায়, ‘ভ্যালেন্সিয়া এই ঘোষণা দিচ্ছে যে, তারা প্রধান কোচ গার্সিয়াকে দায়িত্ব থেকে অব্যহতি দিয়েছে। ক্লাবের হয়ে কাজ করার জন্য ক্লাব তাকে ধন্যবাদ জানাচ্ছে এবং ভবিষ্যতে তার সফলতা কামনা করছে।’
Rent for add