বাসস : ৫ মে ২০২১, বুধবার, ৭:০৮:৪৮
ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগের সেমিফাইনালে সরাসরি লাল কার্ড পাবার কারণে পিএসজির মিডফিল্ডার ইদ্রিসা গুয়েকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ উয়েফা।
ইকে গুনডোগানকে বাজেভাবে ট্যাকেলের অপরাধে ম্যাচের ৭৭ মিনিটে সেনেগালিস এ মিডফিল্ডারকে লাল কার্ড দেখানো হয়। ম্যাচটিতে পিছিয়ে পড়েও সিটি ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়ে ছিল।
এ নিষেধাজ্ঞার কারণে ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার ফিরতি লেগের ম্যাচটিতে খেলতে পারেননি গুয়ে।
এছাড়া প্রথম লেগে ম্যাচটি দেরিতে শুরু করার কারণে পিএসজিকে ৩০ হাজার ইউরো জরিমানা করা হয়।
Rent for add