চ্যাম্পিয়নশিপ লিগের দ্বিতীয় পর্ব শুরু ৩১ মে


লকডাউনের মধ্যেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব মাঠে গড়িয়েছে ৩০ এপ্রিল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবার মাঠে ফিরেয়ে আনছে প্রফেশনাল ফুটবলের দ্বিতীয় পর্ব বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ (বিসিএল)। আগামী ৩১ মে শুরু হবে ১২ দলের এই প্রতিযোগিতা।

মঙ্গলবার বাফুফের প্রফেশনাল লিগ কমিটির আওতাধীন বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ২০২০-২১ সম্পর্কিত উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রফেশনাল লিগ কমিটির চেয়ারম্যান বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী বিপিএল এর মতো বিসিএল এর খেলাও হবে দর্শকর্শন্য গ্যালারির সামনে।

দ্বিতীয় পর্ব শুরুর পূর্বে প্রতিটি দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, লিগ পরিচালনার সঙ্গে সম্পৃক্ত যেমন রেফারি, সহকারী রেফারি, বলবয়সহ অন্যান্য অফিসিয়ালদের কোভিড-১৯ পরীক্ষা বাধ্যতামূলক। লিগ শুরুর পর ২১ দিন পরপর পূণরায় সবার করোনা পরীক্ষা করানো হবে।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent