বাসস : ৩ মে ২০২১, সোমবার, ৭:৩২:৪৭
লিগ ওয়ানের শিরোপা জয়ের পথে শীর্ষস্থান ধরে রেখেছে লিলি। তারা ২-০ গোলে হারিয়েছে নিসকে। এ জয়ে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) এক পয়েন্টের ব্যবধানে রেখে শীর্ষস্থান ধরে রেখেছে লিলে। হাতে রয়েছে আর মাত্র তিনটি ম্যাচ। এর আগের ম্যাচে পিএসজি ২-১ গোলে হারিয়েছে লেন্সকে।
শনিবার নিজেদের মাঠে লিলের হয়ে গোল করেছেন বুরাক ইলমাজ ও তার তার্কিশ আন্তর্জাতিক সতীর্থ জেকি সেলিক। ম্যাচে দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটাই ১০জন নিয়ে খেলেছে নিস। ডিফেন্ডার জর্ডান লোটম্বা লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হলে ১০ জনের দলে পরিণত হয় নিস।
ম্যাচের ১৩ মিনিটে জোনাথন ডেভিডের যোগান থেকে বল পেয়ে ২০ মিটার কর্নার থেকে নিচু শটে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন ইলমিজ। দ্বিতীয়ার্ধে তিনি আরো একটি শট নিয়েছিলেন। তবে সেটি প্রতিহত হয়েছে বারে লেগে।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পরপরই জোনাথন বাম্বাকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে লোটম্বা মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় নিস। সুযোগকে কাজে লাগিয়ে লিলির হয়ে ৫৬ মিনিটে ডি বক্সের বাইরে থেকে ভলির সাহায্যে দ্বিতীয় গোল করেন সেলিক। লিগে লেন্স, সেন্ট এতিয়েন ও অ্যাঞ্জার্সের বিপক্ষে শেষ তিন ম্যাচে জয় লাভ করতে পারলে ২০১১ সালের পর প্রথমবারের মত লিগ শিরোপা লাভ করবে লিলি।
এদিকে পিএসজি ২-১ গোলে হারিয়েছে লেন্সকে। প্রাক দেস প্রিন্সেসে অনুষ্ঠিত ম্যাচের ৩৩ মিনিটে গোল করে পিএসজিকে এগিয়ে দেন ব্রাজিলীয় সুপার স্টার নেইমার। ফলে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।
বিরতির পর ৫৯ মিনিটে মারকুইনহোসের গোলে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। তবে দুই মিনিট পর লেন্সের হয়ে একমাত্র গোলটি পরিশোধ করেন গানাগো। ফলে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের ফিরতি লেগ খেলতে নামার আগে পূর্ণ তিনটি পয়েন্টই সংগ্রহ করতে সক্ষম হয়েছে পিএসজি।
Rent for add