এবার জামালসহ রহমতগঞ্জে আটকে গেল সাইফ


বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে ছিলেন না সাইফ স্পোর্টিং ক্লাবের অধিনায়ক জামাল ভূঁইয়া। কলকাতা মোহামেডানের হয়ে আই লিগ খেলার পর জামাল ফিরেছেন পুরনো ক্লাবে। প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের জন্য নিবন্ধন হয়ে শনিবার প্রথম মাঠে নেমেছিলেন জাতীয় দল ও সাইফের অধিনায়ক।

কিন্তু অধিনায়কের ফেরার ম্যাচটি ভালো যায়নি সাইফ স্পোর্টিংয়ের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাইফ গোলশূন্য ড্র করেছে রহমতগঞ্জের বিপক্ষে। লিগের প্রথম পর্বে পুরোনো ঢাকার দলটির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল সাইফ। এবার অধিনায়ককে সহই রহমতগঞ্জে আটকে গোলো তারা।

এ ম্যাচে অবশ্য শুরু থেকে খেলেননি জামাল। মাঠে নেমেছেন ৫৭ মিনিটে। দল যখন গোল পাচ্ছিল না, তখন কোচ মাঠে নামিয়েছিলেন বিরতির পর। কিন্তু জামালকে নামিয়েও ম্যাচ জিততে পারেনি সাইফ। অপেক্ষাকৃত দূর্বল দলের বিপক্ষে দুই পয়েন্ট হারিয়ে ঘরে ফিরেছে ফেডারেশন কাপের রানার্সআপরা।

১৩ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের চারে সাইফ। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আটে রহমতগঞ্জ।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent