নিজস্ব প্রতিবেদক : ৩০ এপ্রিল ২০২১, শুক্রবার, ১৮:২৬:২৯
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় লেগের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে বসুন্ধরা কিংস। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চ্যাম্পিয়নরা ৬-০ গোলে হারিয়েছে উত্তর বারিধারা ক্লাবকে।
দলের সবকটি গোলই এসেছে আর্জেন্টিনা আর ব্রাজিলের ফুটবলারদের ছোঁয়ায়। দুটি করে গোল আর্জেন্টিনার রাউল অস্কার বেসেরা, ব্রাজিলের রবিনহো আর ফার্নান্দেজের।
তৃতীয় মিনিটে গোলের উৎসব শুরু করেন রাউল, শেষ করেন রবিনহো ইনজুরি সময়ে পেনাল্টি গোলে। মাঝে গোলগুলো করেন ১০ মিনিটে জোনাথন, ৩৪ মিনিটে রবিনহো, ৫৫ মিনিটে জোনাথন ৬৩ মিনিটে রাউল অস্কার।
প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসের এটি ১২তম জয়। ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলে নিজেদের অবস্থান আরও মজবুত করলো চ্যাম্পিয়নরা।
Rent for add