শুক্রবার শুরু হচ্ছে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব

মধ্যবিরতির পর প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব শুরুর কথা ছিল ৯ এপ্রিল। লকডাউনে অনিশ্চিত হয়েছিল লিগ। বিগ বাজেটে দলগড়া ক্লাবগুলোও চাচ্ছিল দ্রুত খেলা মাঠে ফেরাতে। বাফুফেও ক্লাবগুলোকে কথা দিয়েছিল এপ্রিলেই তারা লিগ শুরু করবে।

অবস্থান থেকে নড়েনি বাফুফে, শুক্রবার থেকেই শুরু করছে লিগের দ্বিতীয় পর্ব। স্বস্তিতে ক্লাবগুলো। খেলা নেই, ক্যাম্প চলছে- এমন চাপ থেকে মুক্তি পাচ্ছে দলগুলো। বাফুফে বারবার খেলা পিছায়- ক্লাবগুলোর এ অভিযোগ দীর্ঘদিনের। এবার বাফুফে সে পথে হাঁটেনি।

এমনকি লকডাউনের সময়ে ক্লাবগুলোকে ভ্রমণ জটিলতা থেকে মুক্তি দিতে বাফুফে সব ম্যাচ ঢাকায় আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। লকডাউন উঠে গেলে আবার ঢাকার বাইরের ভেন্যুগুলোতেও খেলা হবে।

আপত্তিও ছিল কয়েকটি ক্লাবের। তবে সে আপত্তিকে গুরুত্ব দেয়নি বাফুফে। বেশিরভাগ ক্লাবের চাওয়ামতোই তারা মাঠে ফিরিয়ে আনছে ফুটবল। তবে ফিকশ্চার তৈরিতে গলদঘর্ম হতে হয়েছে বাফুফের প্রফেশনাল লিগ কমিটিকে। বিশেষ করে আবাহনীর এএফসি কাপের ম্যাচটি নিয়ে। ম্যাচটি কবে হবে তা এখনো ঠিক হয়নি।

লিগ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার লক্ষ্যে কয়েকটি খেলা রাত ৯ টায় দিতে হয়েছে বাফুফেকে। এএফসি কাপ, ঈদ ও জাতীয় দলের বিশ্বকাপ বাছাই- খেলায় বেশ বিরতিও আছে। যে কারণে আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে লিগ শেষ করার জন্য রমজানেও প্রতিদিন তিনটি করে ম্যাচ।

শুক্রবার বিকেল ৪ টায় চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস খেলবে উত্তর বারিধারার বিপক্ষে। ম্যাচটি ছিল বারিধারার হোমভেন্যু টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে। কিন্তু লকডাউনে নিজেদের মাঠে খেলা হচ্ছে না বারিধারার।

সন্ধ্যা ৭ টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে আবাহনী ও বাংলাদেশ পুলিশ। রাত ৯ টায় শেখ রাসেল ক্রীড়া চক্রের ম্যাচ ব্রাদার্সের বিপক্ষে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent