বাসস : ২৮ এপ্রিল ২০২১, বুধবার, ৩:২১:১১
ল্যাৎসিওকে চ্যাম্পিয়ন্স লিগে খেলার লড়াইয়ে টিকিয়ে রেখেছেন জোয়াকুইন কোরেয়া। সোমবার সিরি এ লিগের ম্যাচে তার জোড়া গোলে এসি মিলানকে ৩-০ গোলে হারিয়েছে ল্যাৎসিও। তুরিনোতর লিগের অপর ম্যাচে ২-০ গোলের জয় নিয়ে এক লাফে পয়েন্ট তালিকার তৃতীয় অবস্থানে উঠে গেছে নাপোলি।
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের বয়স মিনিটের কাটা অতিক্রম করতেই গোল করে ল্যাৎসিওকে এগিয়ে দেন কোরেয়া। বিরতি থেকে ফেরার ৫ মিনিট পর ফের গোল করেন তিনি। শেষ বাঁশি বাজার মাত্র ৩ মিনিট আগে ল্যাৎসিওর হয়ে বাকী গোলটি করেছেন সিরো ইমোবিল। এ জয়ে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ৫ পয়েন্টেরর ব্যবধান রচনা করে চ্যাম্পিয়ন্স লিগের অবস্থান নিশ্চিতের পথে এগিয়ে রয়েছে ল্যাৎসিও।
এদিকে তুরিনো অবনমনের হুমকি থেকে বাঁচার লক্ষ্য নিয়েই প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিল নাপোলির বিপক্ষে। তবে শেষ পর্যন্ত হেরে গেছে। ফলে অবনমনের জোনেই ঘুরপাক খাচ্ছে ক্লাবটি।
Rent for add