শিরোপা জয়ের স্বপ্নে পিছিয়ে পড়লো অ্যাথলেটিকো

অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ২-১ গোলের হতাশাজনক পরাজয়ে লা লিগার শিরোপা জয়ের স্বপ্নে বাঁধা পড়েছে শীর্ষে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের। এ পরাজয়ে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ এসেছে নিজেদের আরো এগিয়ে নেবার।

এর আগে শনিবার রিয়াল বেটিসের সাথে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারিয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আর সে কারণেই অ্যাথলেটিকোর সামসে সুযোগ এসেছিল পয়েন্টের ব্যবধান আরো বাড়িয়ে নেবার। কিন্তু সান মেমেসে পরাজিত হয়ে পয়েন্টে পার্থক্য বাড়াতে ব্যর্থ হয়েছে দিয়েগো সিমিওনের দল। এর ফলে ইউরোপের সবচেয়ে অনিশ্চিত ঘরোয়া লিগটি মৌসুমের শেষ ভাগে এসে আবারো জমে উঠেছে।

এর আগে দিনের শুরুতে একই ব্যবধানে ভিয়ারিয়ালকে পরাজিত করেছে বার্সেলেনো। ফরাসী তারকা আঁতোয়ান গ্রীজম্যানের জোড়া গোলে বার্সেলোনার গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত হয়।

স্পেনে দীর্ঘদিন ধরেই সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে সেভিয়া উপেক্ষিত হয়ে আসলেও রোববার গ্রানাডাকে ২-১ গোলে পরাজিত করে শীর্ষ তিনের সাথে ভালই লড়াই জমিয়ে তুলেছে। এ জয়ে অ্যাথলেটিকোর মাদ্রিদের থেকে তিন এবং দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে সেভিয়া।

ম্যাচ শেষে অ্যাথলেটিকো বস সিমিওনে বলেন, ‘এই চারটি দলই শিরোপা দৌঁড়ে টিকে রয়েছে। এ মুহূর্তে যে দল মানসিক ভাবে দৃঢ় থাকতে পারবে তারাই শিরোপার দিকে এগিয়ে যাবে। আমাদের নিজেদের ওপর ভরসা আছে।’

ম্যাচের ৮ মিনিটে অ্যান্ডার কাপার ক্রস থেকে অ্যালেক্স বেরেনগিয়ারের গোলে এগিয়ে যায় বিলবাও। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ হতে পারতো। কিন্তু ওইহান সানচেটের শট পোস্টের উপর দিয়ে বাইরে চলে যায়। লুইস সুয়ারেজ, হুয়াও ফেলিক্স ও থমাস লেমার বদলী বেঞ্চ থেকে একসাথে উঠে এসেও সাফল্য উপহার দিতে পারেননি। ম্যাচ শেষের ১৩ মিনিট আগে স্টিফান সাভিচের গোলে শেষ পর্যন্ত সমতায় ফিরে সফরকারীরা। এ গোলে উজ্জীবিত হয়ে ডাগ আউট থেকে সিমিওনে তার খেলোয়াড়দের জয়ের জন্য আক্রমণাত্মক হয়ে উঠতে নির্দেশ দিতে থাকে। কিন্তু ম্যাচ শেষের চার মিনিট আগে শক্তিশালী এক হেডে ইনিগো মার্টিনেজ এ্যাথলেটিকো গোলরক্ষক ইয়ান ওবলাককে পরাস্ত করলে বিলবাওয়ের জয় নিশ্চিত হয়।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent