বাসস : ২২ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ২১:১৮:৫৪
ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের আরো কাছে পৌঁছে গেছে ম্যানচেস্টার সিটি। বুধবার পিছিয়ে পড়ার পরও অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে পরাজিত করে তারা পয়েন্ট তালিকার শীর্ষেই রয়েছে।
ম্যাচ শুরুর মাত্র ২০ সেকেন্ডের মধ্যেই গোল করে সিটির ভিত কাপিয়ে দিয়েছিলেন জন ম্যাকগিন। তবে ফিল ফোডেনের সমতাসূচক গোলে সংকটমুক্ত হয় সিটিজেনরা। পরে রড্রির গোলে বিরতির আগেই এগিয়ে যায় সফরকারী ম্যানচেস্টার সিটি।
বিরতিতে যাবার আগমুহুর্তে জ্যাকব রামসেকে ফাউল করার অপরাধে লাল কার্ড দেখে বিদায় নিয়ে সিটিকে বেশ হুমকিতেই ফেলে দিয়েছিলেন নেতৃত্ব দিতে যাওয়া ডিফেন্ডার জন স্টেনস। তবে দ্বিতীয়ার্ধে দুই হলুদ কার্ড দেখে ম্যাট ক্যাশ মাঠ ছাড়লে ভিলাও দশ জনের দলে পরিণত হয়।
এ জয়ের ফলে তালিকার দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেছে সিটি। তৃতীয়বারের মত প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করতে এখন অবশিষ্ট ৫ ম্যাচ থেকে মাত্র আট পয়েন্টের প্রয়োজন গার্দিওলার দলের।
ম্যাচ শুরুর মাত্র ২০ সেকেন্ডের মাথায় গোল হজম করে সিটি। ডান প্রান্ত থেকে ওলি ওয়াটকিন্সের ক্রস থেকে বল পেয়ে নিচু শটে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন মিডফিল্ডার ম্যাকগিন।
তবে ২২ মিনিটে ডান প্রান্ত থেকে বার্নার্ডো সিলভার যোগান থেকে ডান পায়ের শটে গোল করে সফরকারি সিটিকে সমতায় ফেরান মিডফিল্ডার ফোডেন। ৪০তম মিনিটে এগিয়ে যায় তারা। সিলভার ক্রস থেকে দর্শনীয় হেডে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ মিডফিল্ডার রড্র্রি।
Rent for add