বাসস : ২২ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ১৭:২৮:৩৫
আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দির হ্যাটট্রিকে অ্যাঞ্জার্সকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ফরাসী কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে পিএসজি।
কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে ১০ জনের লিঁওকে ২-০ গোলে পরাজিত করে পিএসজির সাথে শেষ চারে উঠে এসেছে মোনাকো।
এ জয়ের ফলে পিএসজি ও মোনাকো উভয় দলই ঘরোয়া ডাবল জয়ের দিকে আরো একধাপ এগিয়ে গেল।
তবে কোচ মরিসিও পোচেত্তিনোর অধীনে প্রথম মৌসুমেই পিএসজির সামনে সুযোগ আছে তিনটি শিরোপা জয়ের। লিগ ওয়ানে লিলির থেকে এক পয়েন্ট পিছিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। হাতে রয়েছে আরো পাঁচটি ম্যাচ। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে প্যারিসের জায়ান্টরা।
আগামী ২৮ এপ্রিল ফ্রান্সে ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রথম লেগের ম্যাচের পর ৪ মে ইংল্যান্ডে খেলবে দ্বিতীয় লেগের ম্যাচ।
পার্ক ডি প্রিন্সেসে ম্যাচের শুরুর পর শেষের দিকে আরো দুই গোল করেছেন ইকার্দি। ম্যাচে অ্যাঞ্জাার্স ডিফেন্ডার ভিনসেন্টর ম্যানকেউর আত্মঘাতি গোলের সাথে নেইমারের সহজ হেডে সফরকারীরা বিধ্বস্ত হয়।
বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি এ পর্যন্ত ছয়বার ফরাসী কাপের ফাইনালে খেলে পাঁচবারই শিরোপা জয় করেছে।
ম্যাচর ৯ মিনিটে জুলিয়ান ড্রাক্সলারের নিখুঁত একটি থ্রু বলে ইকার্দি গোল করে পিএসজিকে এগিয়ে দেন। ২৩ মিনিটে পোস্টের খুব কাছে থেকে নেইমারের শট গোলরক্ষক লুভোভিড বুয়েটেলের গায়ে লেগে ফিরে আসলে ফিরতি বলে ম্যানকেউ আত্মঘাতি গোলে পিএসজির ব্যবধান বাড়াতে সহায়তা করেন।
বিরতির পর ৬৫ মিনিটে নেইমারের হেডে ব্যবধান ৩-০’তে নিয়ে যায় স্বাগতিক পিএসজি। ৬৮ মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার ক্রসে ইকার্দি নিজের দ্বিতীয় গোল করেন। ম্যাচের শেষ মিনিটে ইকার্দি আরো এক গোল করলে হ্যাটট্রিক পূরণের পাশাপাশি দলের বড় জয় নিশ্চিত হয়।
Rent for add